সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ধাঁধা

আমার ব্যস্ত আকাশ বৃষ্টি ঝড়ায় না, মেঘগুলি ছুঁটে বেড়ায় ইতিউতি। আমার আঁঙ্গিনায় নারীরা ঘুরে বেহিসাবি, পুরুষের চোখ মার্জিত,নারীরা স্বীকৃত। দুই টুকরো কাগজে লেখা শব্দগুচ্ছ আমাকে পোঁড়ায়, তাতিয়ে বেড়ায় সারা বেলা। লাল ঘুড়িটায় টান পড়ে আর গভীর রাতে তারারা তুচ্ছ। চুপচাপ থাকতে থাকতে সময়টা বন্ধ্যা আর গলাটা নিম্নস্বরে চিহিঃ চিহিঃ আমাকে উঠতে দেয়না ওপরে কিংবা নামতে দেয়না সন্ধ্যা। আমি বাসন্তি শাড়িতে রোমান্স খুঁজিনা আমি চাই মদিরার প্রশান্তি। আমায় এক টুকরো চাদর দাও, আমায় দাও এক চিলতে হাসি !