সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০১১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তোমাকে উৎসর্গ

ইচ্ছে করে তোমায় নিয়ে হাজার হাজার কবিতা লিখি তারপর সেগুলো বের হবে সমগ্র আকারে- “ তুমি সমগ্র ” অথবা “ ভালবাসার সহস্র কথন নামে ” । জানি আমার কবিতা তোমার গা ছুঁয়ে যায় । আমার কবিতাগুলো তোমার সাথে সঙ্গম করে, তোমাকে নগ্ন করা লাগে না বিন্দুমাত্র । কবিতার প্রতিটা লাইন তোমার কপালে টিপ পড়িয়ে দেয় নানারকম আর প্যারাগুলো ঠিক তোমার বুকের মতোই পাগলকরা । আমার কবিতাগুলো হেঁটে হেঁটে যাবে তোমার বাবার কাছে- দখলদারিত্বের পয়গাম নিয়ে, “ আপনার মেয়েকে দখল করতে চায় এই নাগরিক কবি ” ! হাহাহাহা – তোমার বাবার মলিন মুখ ভেবে হাসি পাচ্ছে। ভালবাসার সংজ্ঞা দেয়ার মতো কাঠখোট্টা আমি নই, তোমাকে শেখাব হাতে-কলমে , গভীর রাতে আর গ্লাস ভর্তি ভদকায়। নেশায় চুরচুর হয়ে তোমায় ভালবাসা শেখাব যদিও জানি তুমি ভালবাসার ষোল কলাই জান। তাও কেন জানি শেখাতে ইচ্ছা হয়! আসলে ঐটাতো কাছে পাবারই অজুহাত।