সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন, ২০১২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমার গল্প

আমি একটা গল্প লিখব, যে গল্পে রাজা না খেয়ে মরবে চাষা গোলায় ধান ভরেনি বলে। আমি একটা গল্প লিখব, যে গল্পে রানী গর্ভবতী হবে কিন্তু তার ছেলে যুবরাজ হবে না। আমি একটা গল্প লিখব, যে গল্পে মিথ থাকবে,বায়োস্কোপ থাকবে কিন্তু মিথ্যাচার রবে না। আমি একটা গল্প লিখব, যে গল্পে তরুণী নগ্ন হয়ে পথে নামবে কিন্তু ধর্ষিতা হবে না। এমন একটা গল্প,এমন একটা গল্প লিখব যার পাঠকেরা হাঁটবে ঘোর লাগা পথে। আমি একটা শহর বানাবো,যে শহরে বিজলী বাতি থাকবে না কিন্তু আলোকিত হবে হাজার   মানুষ দ্বারা। আমি একটি যুদ্ধ সাজাবো, রণকৌশলে কেউ যাবে না মারা। মানুষের সাথে মানুষ হাঁটবে,নরের সাথে নারী মতামতে অমত হলেও কেউ নেবে না আড়ি। আমি একটা মিছিলে স্লোগান দেব,যে মিছিলে থাকবে না কোন দাবী। শুধু পুষ্প ঝরবে স্লোগানকারীদের মুখ থেকে, মিছিলে যোগ দিবে সব পাপমোচনকারী পাপী। আমি একটি নৌকা ভাসাবো, যে নৌকা ঝড়ে পড়লে মাঝি হবে সব যাত্রী। হাত গুটিয়ে , পা গুটিয়ে কাটাবেনা কেউ রাত্রী । বিষাদমুখ,বিষন্নমুখ রবে না নাগরিকের। আজকেই   হয়তো হবে না   সে গল্প লেখা, কাজ বাকী আগামীদিনের। -          সায়েম ,২৩/৬/১২, অকল্যান্ড।