সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০১০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নিয়তি

আজ আমি সাগরের পাড়ে বসে ভাবছি তোমার কথা, প্রবালেরা বললো আমায় এখনো যে স্বপ্নগুলো মনে ভেসে বেরায়। ঐ নীল আকাশের দিকে চেয়ে আছি আমি এখন, লোনা জলে পা ভিজিয়ে মাছেদের খেলা দেখি। আর ভাবি কতটা একা আমি। পাখিরা বলে গেল আমা র স্বপ্নগুলো নাকি ওদেরও সীমানার বাইরে। ঐ নীল আকাশের দিকে চেয়ে আছি আমি এখন, লোনা জলে পা ভিজিয়ে মাছেদের খেলা দেখি। সবার আকাশে যে ওঠে রঙধনু, শুধু আমার মনেই নেই আলোকধনু। প্রতিটা নিঃশ্বাসে পড়ো তুমি মনে রবে তুমি স্মৃতির প্রতিটা কোণে। স্মৃতিগুলো আগলে রাখার নেই কোন মানে তুমি তো আসবে না আমার স্মৃতির টানে। আজ আমি হাঁটছি একাকী রাস্তায় আমার জীবন আমি বিকোচ্ছি সস্তায়, শুধু তুমি নেই বলে।