সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০১০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অনাদরের সন্তান

অনাদরের সন্তান তুমি ডুকরে কেঁদে ওঠো। জাগিয়ে তোল প্রাণটাকে আপন স্বত্ত্বা বাঁচাও। নন্দিত এ পৃথিবী তোমার চারদিকে কোলাহল ক্রন্দন তোমার জাগিয়ে তোলে আপন বিসর্জন। তুমি জাগাও,তুমি বাঁচাও করো বিপ্লব,বিশ্বময়। স্বর্গীয় অনুভূতি পবিত্র নিরবতা কখনো দেবেনা তোমায় পরিচয় আপন স্বত্ত্বার। তুমি বিপ্লবী , তুমি চে ’ ,তুমিই কাস্ত্রো। অনাদরের সন্তান তুমি আজ জেগে ওঠো জাগিয়ে তোল প্রাণটাকে , আপন ভুবন বাঁচাও। হয়ো না কখনো তুমি ঘরের সন্তান! হবে না কখনো গীর্জার যাজক! হতে হবে আজ বিপ্লবী। চি ৎকার তোমার জাগিয়ে তোলে - আপন বিসর্জন।

আপন জয়

নন্দিত এ পৃথিবি তোমার নিরব কোলাহল, আপন স্বার্থ বিলিয়ে দিতে চি ৎ কার কলরব। অমানিশার অন্ধকার জ্বালাও গাঢ় অন্ধকারে ক্রন্দন নিয়ে তাতিয়ে বেরাও , হাত রাখ হাতে। বিশ্বাস তোমার সৃষ্টি করবে আপন পৃথিবী যা করতে চাবে তাই হবে সত্যি। নিয়ম নীতির পরোয়া করিনা মূল্য আপন ই চ্ছার, স্বত্ত্বাকে আজ জাগিয়ে তুলি , জয় হোক স্বত্ত্বার। বিপ্লবি মন আজ জেগে উঠেছে, ভয় পায়না কিছুর দূর্গম পথ পাড়ি দিতে চাই, নিকুচি করি মৃত্যুর। উদাস মন আজ ভ্রান্ত মন নয় জাগাতে চাই প্রাণ কান আজ খুঁজে বেরায় আপন জাতের গান। নিন্দুকের সব হেয়েলি হাসি আমার সংসার জানি আমি করব জয়, বিশ্বাস আমার।

স্বপ্নের কথা

স্বপ্নগুলো এলোমেলো , গোছানো যায় না স্বপ্নগুলো অদ্ভুত কেন মেলানো যায় না স্বপ্নগুলো আমার রং চড়িয়ে কিম্ভুতকিমাকার স্বপ্ন আমার ডাল ছড়িয়ে বৃক্ষের আকার স্বপ্নগুলো আলেয়ার আলো , মায়া কান্না স্বপ্নগুলো হিংসুটে তাই দূরের ছলনা স্বপ্নসকল বেলাভূমি , ইচ্ছেমতন রাত্রি যাপন স্বপ্ন তোমার , স্বপ্ন আমার , যখন খুশি ভীষণ জ্বালাতন স্বপ্ন আমার দিন-রাত্রি , স্বপ্ন দেয় সুখ স্বপ্নের মাঝে খুঁজে বেরাই অনেক প্রিয়মুখ

বিপ্লবের গান

বিপ্লবির রক্ত আজ আমার দেহে , দেখব ওদের শক্তি কত বাহুতে জমা। চিত্কার আর বিপ্লব দিয়ে ঘুম ভাঙ্গাবো অত্যাচারীদের হবেনা কখনো ক্ষমা। স্বপ্ন শুধু স্বপ্নই রবে না, স্বপ্ন পূরণ সম্ভব,প্রকাশ করবে সম্ভাবনা। মোমের আলো থেকে তাপ নেয়ার শক্তি রয়েছে করোনা অবহেলা । সম্ভব দূর্গম পথ পাড়ি দেয়া, আর বিশালতাকে জয় করা, বিপ্লবের স্লোগান গেয়ে পথে বেরিয়ে পড়া।

বন্দি পাখির কাহন!

খাঁচার ভেতর বন্দী পাখি ডানা ঝাঁপটায় এলোমেলো । যখন তখন উড়তে যে চায় মনে পড়ে বন্দি কেন। সময় যে ওকে মুক্ত করেনা উড়তে চাইলে ডানা কেঁটে দেয়। দানবেরা গ্রাস করতে চায় রাবণের মতো করে। খাচার ভেতর বন্দী পাখি ডানা ঝাপটায় এলোমেলো । মনে পড়ে সেদিনের কথা উড়তো যখন স্বাধীন মতো। বন্দি পাখির স্বপ্ন ধূসর কালো আর রংচটা বন্দি পাখির মন খারাপ নিরব ঝরে মনের ব্যাথা।