সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কথা, ইচ্ছা আর স্খলনের গল্প

কিছু কাজ করার ছিল, কিছু কথা বলার ছিল। ছিল ইচ্ছা রিমঝিম বৃষ্টিতে হাঁটার। ক্লান্ত চোখ যখন ঘুমে আক্রান্ত তখন কথা ছিল ভালবাসার। জীবন যখন ভারাক্রান্ত; তখন কথা ছিল আরো ভার বওয়ার। দিগন্তের শেষ প্রান্তে কথা ছিল হারিয়ে যাওয়ার। স্তব্ধ নিঃশ্বাস গুনে গুনে রাখার কথা ছিল অথবা মধ্যরাতের আকাশের সবগুলো তারা। ইচ্ছা ছিল নিজের প্রতিবিম্ব আর মাগুর মাছের ঝোলে ফিরে পাওয়া হারানো আমিকে। মাটির সোদা গন্ধ নেওয়ারও ইচ্ছা ছিল সাথে কথা ছিল নগ্ন পায়ে হাঁটা তোমার হাত ধরে। আয়নার মানুষটার সাথে নিজের মিল খোঁজা, ছিলনা কাপুরুষ অন্ধকারে হাতরে বেড়ানোর গল্প। অ-কবির কবি হওয়ার মতোই আমার মানুষ হবার আকাঙ্খা। ২১/০৭/১১