সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিষন্ন দেয়াল

তোমার বিষন্ন দেয়ালে আমি জানালা তুলতে বলেছিলাম, জানালার ফাঁক দিয়ে আলো আসবে,তাও জানিয়েছিলাম। তুমি দেয়ালটাই ভেঙে দিলে! তোমার উঠোনে শাড়ি মেলা ছিল, আমার হাতে ছিল লাল ঘুড়ি, তোমার ভাঙা দেয়ালে যে এখনো স্বপ্ন মুড়ি। নিয়ন আলো জ্বলে,ঘুমিয়ে থাকা রাস্তায়, তোমার উঠোনে কালকের মেলা শাড়ি, শুকিয়ে আবার ভিজে যায়। পরশুর চলে যাওয়া মেঘ ঘুরেফিরে আসে, তোমার ঝালাই করা শেকলে আমি আঁচড় কাটি। ব্যতিব্যস্ত জনপদে এখনো নানা জায়গায় দেয়াল তোলা, অন্য কারো আঁচড়ে তোমার শরীর রক্তাক্ত হয়। আমার হাতের লাল ঘুরি ছিড়ে পড়ে যায়, মাটিতে পড়ে থাকা নাটাই আমি তুলি না।