সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০১০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আশার আলো

জ্বলে আগুন, জ্বলে আকাশে জ্বলছে আগুন, জ্বলছে চোখে। দাউ দাউ আগুন গড়ে তীব্র প্রতিবাদ। চারপাশে অন্যায়,একের পর এক আঘাত। দুঃসময় কাঁটছে না,বরং বাড়ছে দিনদিন। অসহায় দুর্বল সবাই,ফিরছে না সুদিন। ছিল একাগ্রতা,নিশ্চল দিগন্ত এখন পথহারা,অন্যকিছু বলব না,বলব অন্ধ। জানি না হবে কিনা উত্তরণ? তবে এটুকু জানি,জাগবে;একজন জাগবেই। যে শুধু স্বপ্নই দেখাবে না,দেখাবে আলোর পথ। ক্ষুধিত আর কাঁদবে না ক্ষুধার্ত পেটে।

প্রলাপ

যখন রৌদ্র হারাই ক্লান্ত দুপুরে যখন জ্যোছনা হারাই মধ্য রাত্রিতে যখন স্বপ্ন হারাই ঘুমের মাঝখানে যখন কথা হারাই তোমার কথাতে তখন নিজের মাঝেই নিজে হারাই আপন অজান্তে । আমার স্বপ্নগুলো পাগলাঘোড়া লাগাম ছাড়া ছুটে । আমার চিন্তাগুলো বলগা হরিণ দ্রুত বেগে হাটে । আমার নতুন কেনা চশমাটা উঁচু নিচু দেখায়, আমার ৪০০ টাকার পাঞ্জাবিটার নতুন ফুটো বেরোয়। আমার অর্ধেকটা সময় জুড়ে তোমার অহংকার। হঠাৎ মধ্য রাতে হাঁটার ব্যারাম, দিনের বেলায় ঘুমে আরাম তোমার দেয়া ঘড়িটা সময় দিচ্ছে নাকো! হঠাৎ পৃথিবীটা ঘুরে ঘুরে থেমে যাচ্ছে না তো? যদিও ভয় সকলই ভয় থেকে যায়, রাত কখনো দিন হয় না দিনের বেলা রাত। সূর্য মামা নাক দেকে বলেনা- “ ওগো চাঁদ , আমার বদলে তুই উঠে যা আমার বিশ্রাম ” ।