তোমার পিঠে কী তিল আছে?
কিংবা বুকে?
আমার মানচিত্রে জলাভূমি,
তোমার কী আছে শুনি?
কিংবা বুকে?
আমার মানচিত্রে জলাভূমি,
তোমার কী আছে শুনি?
আমার বাড়ির উঠোনে প্রশান্ত মহাসাগর,
তোমার মধুমতি,
বলোনা মেয়ে,
তোমার কী আছে শুনি?
তোমার মধুমতি,
বলোনা মেয়ে,
তোমার কী আছে শুনি?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন