সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অক্টোবর, ২০১০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একজন কর্ণেল তাহের

কল্পনা করি তোমার কাছে গেরিলা ট্রেনিং নিচ্ছি। কল্পনা করি জাসদের কোন গোপন মিটিংয়ে তোমার নির্দেশ মন্ত্রমুগ্ধের মত শুনছি। শুধু এটুকুই কল্পনা করতে পারি না যে তুমি আর নেই। তোমার অনুপস্থিতি আমায় পুড়ায় অহর্নিশ। তোমার ক্রাচটি ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। ১১ নং সেক্টরে গলফ স্টিক আর সাইলেন্সারবিহীন জীপে তুমি- আমার চোখ কল্পনার সীমা ছাড়িয়ে ৭১ এ। অনুভব করি সেই মুহূর্ত যে সময় শত্রুর গোলা এসে পড়ে তোমার পায়ে। তুমিই সেই ক্রাচের কর্ণেল যে কিনা পৃথিবী সমান স্বপ্ন এঁকেছিল এই বাংলার বুকে। যে বলেছিল-“নিশঃঙ্ক চিত্তের চেয়ে বড় কিছু নাই”। যে কিনা ফাঁসির দড়ি ছুঁয়ে কবিতা আবৃত্তি করেছিল- “জন্মেছি সারা দেশটাকে কাঁপিয়ে তুলতে কাঁপিয়েই গেলাম... পৃথিবী অবশেষে এবারের মত বিদায় নিলাম”। তুমি বাংলার মাটিতে জন্মেছিলে কাস্ট্রো হয়ে- একজন চে’র জন্য ,একজন রাউলের জন্য তোমার আশা অপূর্ণ রয়ে গেল। স্মরণ করি তোমায় কৃতজ্ঞচিত্তে, যে কিনা তৈরী করেছিল হাজারো বিপ্লবী। বাংলাদেশের সিপাহীদের স্বপ্ন দেখিয়েছিল নির্যাতন থেকে মুক্তি পাবার। তাদের স্বপ্ন দেখিয়েছি সমান মর্যাদা পাবার। মরে গিয়েও আজও তুমি বাংলাদেশের তরুনদের স্বপ্ন দেখ...

আবেগের সাথে কথোপকথন

ভালবাসার উড়ন্ত ঘুড়ি তোমায় দিলাম, সারাজীবন মেঘ হয়ে পাশে ছিলাম। বৃষ্টি হয়ে কখনো শীতল পরশ দিতাম, তোমার সাথে অল্পতেই হারিয়ে যেতাম। তোমার বাম কানটায় বলতাম ভালবাসি। রিনিঝিনি নূপুরের মতো কানে বাজতো সেই হাসি। কখনোবা তুমুল বর্ষণে হারিয়ে যাওয়া, তোমার ভালবাসায় তোমার কাছে ছুটে যাওয়া। স্বপ্ন দেখতাম দুজনে নীল নদে স্নান করবো অথবা বালুকাবেলায় হেঁটে বেড়াবো। নির্জন কোন দ্বীপে ঘর বানাবো। নৌবিহারে দুজনার স্বপ্ন সাজাবো। সবুজ জোনাকী আর সাদা ঝিনুক দিব তোমায় উপহার স্বপ্ন ছিল দিবো একদিন ওই দূরের পাহাড়। তোমায় বুকে নিয়ে একের পর এক কবিতা পড়ব অথবা আমিও তোমার মতই একদিন শূণ্যে পালাব।

নিশাচর

আমার বাড়ির পাশের উঠানে জোনাকী জ্বলজ্বল করে। আর তারারা মিটিমিটি জ্বলে আকাশে। রাত যতো বাড়ে রাস্তার ল্যাম্পপোস্টের আলো ততোই বাড়ে। কুকুরের গর্জন আরও বেশী কর্কশ লাগে। হালকা হিমেল বাতাসে শরীরে ঠান্ডা অনুভূতি জাগে। আকাশটায় চাঁদ না থাকলে মনে হয় অন্ধকার কুয়া। ঐ কুয়ার পানিতে পড়লে আমার আর রক্ষা নাই, তাই চাঁদ না থাকলে আমি আর আকাশে তাকাই না। যখন পূর্ণিমা থাকে আমার বাড়ির পাশের উঠানের ঘাসগুলোয় মনে হয় কেউ আলো মাখিয়ে দেয়। ঘাসগুলো দিনে স্নান না করে পূর্ণিমার রাতে স্নান করে। হঠাৎ দূরে কোথাও পেঁচার গম্ভীর ডাক শুনি। মনে পড়ে যায় ক্যাম্পাসে শোনা শেয়ালের ডাকের কথা। রাতের আলো আঁধারির খেলার রহস্যে আমি হারাই আমার মাঝে, কখনোবা খেয়ালের ফাঁদে কানে আসে আজানের ধ্বনি,বুঝি ঘুমানোর সময় এসেছে।

প্রিয় চে

রক্তের তপ্ততা অনুভব করি যখন তোমায় দেখি হে মহামানব। বুকে আশ্চর্য উত্তেজনা বোধ করি তোমায় স্মরণ করলে। তোমার চেতনায় আমি গর্ব বোধ করি, মাথা উঁচু করে কথা বলার সাহস পাই । তোমার সাথে সাক্ষাত করি গভীর আধ্যাতিকতায়, তোমার প্রিয় এম-২ রাইফেলটা নেড়ে চেড়ে দেখি আর বলিভিয়ায় ফিরে যেতে চাই টাইম মেশিনে চড়ে। ফিরতে চাই ১৯৬৭ সালের ৮ অক্টোবরের রাত শেষে ৯ অক্টোবরের পড়ন্ত রাতের ১ টা ৩০ মিনিটে। তোমার সঙ্গী হলে কিছুতেই যেতে দিতাম না পরলোকে । হে বিপ্লবী;তোমার ছোঁয়া পেতে,তোমার দীক্ষা পেতে আমি মরিয়া। বড়ই দুর্ভাগা আমি ,না পেরেছি তোমার সঙ্গী হতে ;না পেরেছি তোমার মৃত্যু ঠেকাতে। তবু তুমি অমর,বেঁচে আছো আমাদের মনে। বাস করো আমাদের প্রানে। আমার মৃত্যু যেন তোমার মতোই হয়-সাহসী আর নির্ভীক (চে স্মরণে)