
রক্তের তপ্ততা অনুভব করি যখন তোমায় দেখি হে মহামানব।
বুকে আশ্চর্য উত্তেজনা বোধ করি তোমায় স্মরণ করলে।
তোমার চেতনায় আমি গর্ব বোধ করি,
মাথা উঁচু করে কথা বলার সাহস পাই।
তোমার সাথে সাক্ষাত করি গভীর আধ্যাতিকতায়,
তোমার প্রিয় এম-২ রাইফেলটা নেড়ে চেড়ে দেখি আর বলিভিয়ায় ফিরে যেতে চাই টাইম মেশিনে চড়ে।
ফিরতে চাই ১৯৬৭ সালের ৮ অক্টোবরের রাত শেষে ৯ অক্টোবরের পড়ন্ত রাতের ১ টা ৩০ মিনিটে।
তোমার সঙ্গী হলে কিছুতেই যেতে দিতাম না পরলোকে ।
হে বিপ্লবী;তোমার ছোঁয়া পেতে,তোমার দীক্ষা পেতে আমি মরিয়া।
বড়ই দুর্ভাগা আমি ,না পেরেছি তোমার সঙ্গী হতে ;না পেরেছি তোমার মৃত্যু ঠেকাতে।
তবু তুমি অমর,বেঁচে আছো আমাদের মনে।
বাস করো আমাদের প্রানে।
আমার মৃত্যু যেন তোমার মতোই হয়-সাহসী আর নির্ভীক (চে স্মরণে)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন