ঐ দূরের পথ যতই নির্জন হোক না কেন –
পাড়ি দিতে হবে একলাই।
হ্যাঁ,একলাই।
এই মানচিত্রে তুমি একলাই,এই জনপদে তুমি একলাই।
তোমার চারপাশে হয়তো নিরব কোলাহল,
শশব্যস্ত হাহাকার।
কিন্তু তুমি একলাই, হ্যাঁ একলাই।
প্রজন্ম থেকে প্রজন্ম আমরা একা !
পাড়ি দিতে হবে একলাই।
হ্যাঁ,একলাই।
এই মানচিত্রে তুমি একলাই,এই জনপদে তুমি একলাই।
তোমার চারপাশে হয়তো নিরব কোলাহল,
শশব্যস্ত হাহাকার।
কিন্তু তুমি একলাই, হ্যাঁ একলাই।
প্রজন্ম থেকে প্রজন্ম আমরা একা !
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন