তারপর আমি দিনশেষে চুপচাপ মেঘের কোলে মাথা পাতি।
আমায় পর্বত দেবতা দেয় একান্নটি চূড়া।
আমি মেঘমল্লার,
আমি দৈপায়ন,
আমি দেবনাথ,
আমায় ছুয়ে শুদ্ধ কর নিজেকে।
আর কর একটু অভিনয়
নয়তো, ভালবাসা হবে একপাক্ষিক।
আমায় পর্বত দেবতা দেয় একান্নটি চূড়া।
আমি মেঘমল্লার,
আমি দৈপায়ন,
আমি দেবনাথ,
আমায় ছুয়ে শুদ্ধ কর নিজেকে।
আর কর একটু অভিনয়
নয়তো, ভালবাসা হবে একপাক্ষিক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন