রোদ পোড়া ঐ শহরে কত দিন যাই না
তোমার বারান্দায় উঁকি দিয়ে আর কাউকে খুঁজি না
বিকালের ঘুমটা এখন হারাম হয়
অন্য কোন কাজে।
সারাবেলা সারাদিন কিসের পিপাসা
তোমার চোখের কাজলের সেই যে নেশা
বোতলের লাল পানি হার মেনে যায়
ফেন্সিডিলের দাম নাই,ধুর কী যে ছাই!
ভালবাসা উফ সে তো আস্ত একটা পেইন
সিড়ি বেয়ে উঠতে পারলে করে ফেলব শাইন।
তোমার হাত ধরে রিকশায় ঘোরা
সন্ধ্যাবেলা প্রতিদিন বাড়িতে ফেরা।
মাঝরাতে মোম জ্বালিয়ে কবিতা লেখা
সব ছেড়ে এখন সারাবেলা পিসিতে বসা
এইরকম কত শত নস্টালজিয়া
আমি মরি নাই যে আমি,কেমন ফোবিয়া!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন