আমি বুঝেছিলাম তোমাদের গোপন অভিসন্ধি তাই আর এক মুহূর্তও দাড়াইনি।
আমি বুঝেছিলাম তোমাদের চোখের ভাষা তাই সড়ে এসেছি।
বাঁধা হতে চাইনি দুজনের মাঝে,
করে নিয়েছি আঁড়াল নিজের ঘৃনিত দৃষ্টি।
চাইনি পথের বাঁধা হয়ে দাঁড়াতে,পারিনি অন্যায় সহ্য করতে।
এক ছুটে চলে এসেছিলাম।
ছুটতে ছুটতে ভাবছিলাম -“কী করে পারে মানুষ এমন করতে?”
প্রগতিশীল আমি হঠাৎ করে প্রতিক্রিয়াশীল হয়ে গেলাম ।
সায়েম চৌধুরী, ২৩/০১/২০১১
সিলেট
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন