
তিল তিল করে জন্ম হচ্ছে একজন কর্ণেল তাহেরের ,
একজন ফিদেল আর একজন লেনিনের।
দীক্ষা নিচ্ছে চে’র মতো করে বিশ্ববিপ্লবের।
অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে,
অবিচারের সাথে আপোষ না করাতে,
শোষক শ্রেণীর লাঠিয়াল বাহিনী দ্বারা নির্যাতিত হচ্ছে বিপ্লবী চেতনা।
যতো তীব্র শোষকের লাঠির আঘাত ঠিক ততোটা জোরেই স্লোগান-
“বিপ্লবের অঙ্গীকার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।”
সমাজ বদলের চেতনা আমাদের প্রাণে,
মেহনতি মানুষের অধিকার আমাদের উজ্জ্বীবিত করে আরো।
মানুষের না পাওয়ার দীর্ঘশ্বাসে আর ভারী করতে চাই না এই পৃথিবীর বাতাস।
আসুন সমাজ বদল করি।
সমাজ বদলের অঙ্গীকার করি।
আপামর বঞ্চিত মানুষের পাশে থেকে তাদের হয়ে লড়াই করি।
ধ্বংস করি সকল কাপুরুষের কালো হাত !
একজন ফিদেল আর একজন লেনিনের।
দীক্ষা নিচ্ছে চে’র মতো করে বিশ্ববিপ্লবের।
অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে,
অবিচারের সাথে আপোষ না করাতে,
শোষক শ্রেণীর লাঠিয়াল বাহিনী দ্বারা নির্যাতিত হচ্ছে বিপ্লবী চেতনা।
যতো তীব্র শোষকের লাঠির আঘাত ঠিক ততোটা জোরেই স্লোগান-
“বিপ্লবের অঙ্গীকার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।”
সমাজ বদলের চেতনা আমাদের প্রাণে,
মেহনতি মানুষের অধিকার আমাদের উজ্জ্বীবিত করে আরো।
মানুষের না পাওয়ার দীর্ঘশ্বাসে আর ভারী করতে চাই না এই পৃথিবীর বাতাস।
আসুন সমাজ বদল করি।
সমাজ বদলের অঙ্গীকার করি।
আপামর বঞ্চিত মানুষের পাশে থেকে তাদের হয়ে লড়াই করি।
ধ্বংস করি সকল কাপুরুষের কালো হাত !
তিল তিল করে জন্ম নেয়া তাহের, চে, লেনিন, ফিদেলরা
উত্তরমুছুনধ্বংসের আগুনে ঝলসে আবার গড়বে সোনার বাংলা...।
সমাজতান্ত্রিক বাংলা...।।
আমিও আছি
সমাজ বদলের চেতনা আমাদের প্রাণে,
উত্তরমুছুনমেহনতি মানুষের অধিকার আমাদের উজ্জ্বীবিত করে আরো।
মানুষের না পাওয়ার দীর্ঘশ্বাসে আর ভারী করতে চাই না এই পৃথিবীর বাতাস।