নীলাভ,দুগ্ধ ফেনিত আকাশে কালো মেঘের দাপট কালোর দাপটে গমগম করে ওঠে আকাশ, চিৎকার করে মেঘরাজি। রাজপথে ব্যস্ত ও বিলাসী গাড়ি, কালো পিচে রক্তের ছোঁপছোঁপ দাগ একটু আগে পোঁড়ানো কুশপুতুল । বাউলের ক্ষেতের আল দিয়ে হেঁটে বেড়ানো সেখানে অনাদর,কান্না আর ক্ষোভের চাদর বিছানো। পাঠশালায় শিশুদের নিষ্পাপ স্বর-অ আ ক খ আর পেছনে হাঁটা শিক্ষা মন্ত্রনালয়। বিশ্ববিদ্যালয়ে আধুনিক শিক্ষার বুলি ও পিপিপির মর্যাদা অতঃপর কয়েকটি মিছিল,আন্দোলনের স্ফুলিঙ্গ । ভিসি মহোদয়ের এক চোখ বোঁজা এবং ক্ষমতাসীন ছাত্রসংগঠনের রাজত্ব । বিশবিদ্যালয়ে প্রেসক্লাবের অপ্রয়োজনীয়তা বোঝার পর ছাত্র বহিষ্কার । মানচিত্রের চারপাশে ফেলানীর ঝুলন্ত লাশ রাষ্ট্রমন্ত্রীর কথা শোনায় পিতৃত্ব অস্বীকারকারী বাবার মতোই । প্রতিবেশীর ক্ষমা ও বুদ্ধিজীবীর কালি হ্রাস। নিরাপত্তা বাহিনীর শত্রু চিহ্নিতকরণ দরিদ্র কলেজছাত্রের পঙ্গুত্ববরণ । এরপর মশা মারতে কামানের দৃশ্য। রাষ্ট্রের মেরুদন্ডে ব্যাথা গোঁদের ওপর বিষফোঁড়া- রাষ্ট্রের ধর্ম ‘ ইসলাম ’ ও সংবিধানের জারজ সন্তান ‘ বিসমিল্লাহ ’ সাথে আরো কয়েকজন ‘ সং ’ শাসক...
শব্দ হোক শান দেয়া ছুরি